BANGLADESH

ভিন্ন জাতীয়তার দু’জন ব্যক্তির মধ্যে বিয়েকে আন্তর্জাতিক বিয়ে বলে।
কোরিয়া প্রজাতন্ত্রে কোন আন্তর্জাতিক বিয়ে বৈধ হতে হলে, বিয়ের পক্ষগুলোকে তাদের নিজ নিজ দেশের আইনে অনুযায়ী বিয়ের শর্তাবলী পূরণ করত হবে এবং কোন প্রশাসনিক কর্তৃপক্ষকে তাদের বৈবাহিক সম্পর্কের ব্যাপারে অবহিত করতে হবে যাতে পারিবারিক সম্পর্ক রেজিস্ট্রি খাতায় তাদের বৈবাহিক অবস্থা নিবন্ধন করা যায়।
কোন বিদেশী যদি কোরিয়া প্রজাতন্ত্রের কোন নাগরিককে বিয়ে করেন এবং কোরিয়া প্রজাতন্ত্রে বসবাস করেন, তাকে কোরিয়া প্রজাতন্ত্রের স্বামী/স্ত্রী মর্যাদা প্রদান করা হবে। ফলে, তিনি তার অবস্থানের পূর্ববর্তী মর্যাদা আবাসিক (এফ-2) ভিসায় পরিবর্তন করতে পারবেন, কোরিয়ার নাগরিকদের স্বামী/স্ত্রীকে এই ভিসা প্রদান করা হয়।
এছাড়া, কোরিয়া প্রজাতন্ত্রের নাগরিককে বিয়ে করেছেন এমন কোন বিদেশী নাগরিকত্ব আইন অনুযায়ী ন্যাচারালাইজেশন-এর মাধ্যমে কোরিয়া প্রজাতন্ত্রের নাগরিকত্ব অর্জন করতে পারেন। যদি এমন হয় যে, তার স্বামী/স্ত্রী বিয়ের সময় মারা গিয়েছেন, তাহলে কোরিয়া প্রজাতন্ত্রের দেওয়ানী আইন অনুযায়ী উত্তরাধিকা উত্তরাধিকারের আদেশ মতো তিনি তার স্বামী/স্ত্রী’র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন।